পোর্ট পরিবর্তন আগে রীতিমতো দু:সাধ্য একটি ব্যপার ছিল। তবে ট্যুরিস্টদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে এবং পোর্ট সমস্যা হর হামেসাই থাকছে তাই ইন্ডিয়ান এম্বাসি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনি এখন থেকে নতুন দুইটি পোর্ট এড করতে পারবেন, তবে এর জন্য আপনাকে ৩০০ টাকা ভিসা ভি দিতে হবে।
এবার আসুন জেনে নেই কিভাবে এপ্লাই করবেন এবং টাকা কিভাবে জমা দিবেন?
১/ আপনাকে অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং তা পূরণ করতে হবে।
২/ সঙ্গে পাসপোর্ট ও ভিসার ফটোকপি দিতে হবে, (ভিসার মেয়াদ ৩ মাস থাকতে হবে।)
৩/ পাসপোর্ট এবং একটি ছবি নিতে হবে।
৪/ টাকা সহ ফর্ম জমা দিলে তারা আপনাকে একটি রিসিপ্ট দিবে যা ৯ দিন পরের তারিখ উল্ল্যেখ থাকবে।
শুধু মাত্র যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসিতে জমা দেওয়া যাবে।
কোন বর্ডার দিয়ে কোথায় যাবেন:
১. ফুলবাড়ী/চেংড়াবান্দা দিয়ে দার্জিলিং/সান্দাকফু/সিকিম ইত্যাদি
২. ডাউকি দিয়ে মেঘালয়/আসাম/অরুণাচল ইত্যাদি
৩. আগরতলা: ত্রিপুরা/মিজোরাম/অরুণাচল ইত্যাদি
৪. হরিদাসপুর: বেনোপোল দিয়ে যেদিকে যেতে চান। যেমন দিল্লী/আগ্রা অথবা চেন্নাই/দক্ষিণ ভারত
৫. ট্রেনে করে কলকাতার চিৎপুরে আসতে পারবেন।
৬. বিমানে সরাসরি যেতে পারবেন দিল্লী, মুম্বাই, কলকাতা, চেন্নাই ইত্যাদি শহরে। কলকাতায় ট্রানজিট নিয়ে যেতে পারবেন ভারতের প্রায় সব শহরে।
আবেদন ফর্ম লিঙ্কঃ APPLICATION
ইন্ডিয়ান এম্বাসি অফিসিয়াল অয়েব সাইটঃ লিঙ্ক